বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
৬৭ Views

            নিজস্ব প্রতিনিধি\ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মোঃ কামরুল হুদা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু, রেজা হাসানের নিকট থেকে গত বৃহষ্পতিবার (১৮ই ডিসেম্বর) বিকেলে নেতা কর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে কামরুল হুদা বলেন, আমরা বিশ্বাস করি আসন্ন সংসদ নির্বাচনে সন্ত্রাসমুক্ত নির্বাচন হবে। রিটার্নিং অফিসারের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহকালে অভিযোগ করেছি চৌদ্দগ্রামের দক্ষিণে ৩টি ইউনিয়নে একটি দল, যারা আমার বিপক্ষে ভোট করবে তারা ইতিমধ্যে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। তারা ভয়ভীতিকে পুঁজিকরে নির্বাচিত হতে চায়।  গত ১৭ বছর আমরা যে আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য, তারা সেই ভোটাধিকার থেকে মানুষকে বিরত রাখতে চায়। দক্ষিণ চৌদ্দগ্রামে গত ২ মাস ধরে যারা সন্ত্রাস করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাহলে চৌদ্দগ্রামে একটা সুন্দর সুশৃঙ্খল নির্বাচন সম্ভব হবে। চৌদ্দগ্রামের মানুষ ভোট দিয়ে তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে নির্বাচিত করতে উদগ্রীব হয়ে আছে।

            এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, উপদেষ্টা হুমায়ুন কবির পাটোয়ারী, সহ.সভাপতি শাহাব উদ্দিন ফরাজি লাল্টু, কাজী শাহীন রেজা, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, গিয়াস উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মজুমদার, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, কুমিল্লা সেচ্ছাসেবক দলের সহ.সভাপতি গাজী কবির, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মোহাম্মদ জোবায়ের, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারণ সম্পাদক আবির আবদুল্লাহ প্রমুখ।

Share This