কুমিল্লায় বাস সার্ভিস চালুর দাবীতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল


ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা-চাঁদপুর সড়কে আইদি পরিবহন নামের একটি বাস সার্ভিস চালুর দাবিতে শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। পরে শ্রমিক নেতৃবৃন্দ কুমিল্লা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দাখিল করেন। গত সরকারের আমল থেকে আওয়ামী সিন্ডিকেট ও পরিবহন মালিক সমিতির বিরোধিতার কারণে গত ২ বছর ধরে কুমিল্লা জেলা প্রশাসন থেকে রুট পারমিটের অনাপত্তিপত্র মিলছে নাÑ এমন অভিযোগ তুলে শ্রমিকরা গত রোববার দুপুরে এ কর্মসূচি পালন করেন।
শ্রমিক নেতৃবৃন্দ বলেন, কুমিল্লা-চাঁদপুর সড়কে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। ওই সড়কে একমাত্র বোগদাদ পরিবহনের বাস সার্ভিস চালু আছে। এতে সড়কে বাস স্বল্পতার কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। ওই সড়কে যাত্রীদের সেবায় আইদি পরিবহনের বাস সার্ভিসের চাঁদপুর থেকে রুট পারমিট এবং কুমিল্লা জেলা প্রশাসন থেকে অনাপত্তিপত্র পাওয়া গেলে পরিবহন সংকটের পাশাপাশি বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হবে। কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. বিপ্লব হোসেন বলেন, পরিবহন সিন্ডিকেটের কারণে কুমিল্লা-চাঁদপুর সড়কে নতুন পরিবহনের বাস চালুর অনুমোদন হচ্ছে না। এতে একটি মাত্র পরিবহনের বাস চালু থাকায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে।
আইদি পরিবহনের স্বত্বাধিকারী মীর পারভেজ আলম বলেন, শাহরাস্তির পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম, হাসপাতাল ও এতিমখানা পরিচালনার লক্ষ্যে আইদি পরিবহন চালু করা হয়। সকল বৈধ প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৩ সালের ৩০শে আগস্টে চাঁদপুর জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় চাঁদপুর-কুমিল্লা সড়কে আইদি পরিবহনের বাস চালুর ব্যাপারে অনুমোদন দেয়া হয়। পরে বিধি মোতাবেক ২০২৩ সালের ২রা নভেম্বর কুমিল্লা জেলা প্রশাসন থেকে এ বিষয়ে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করা হয়। কিন্তু কুমিল্লা সদর আসনের তৎকালীন এমপি আ ক ম বাহাউদ্দিনের প্রভাবে তার সমর্থিত পরিবহন মালিক সমিতির প্রকাশ্য বিরোধিতার কারণে আইদি পরিবহন বাস সার্ভিসটি দীর্ঘ প্রায় ২ বছরেরও অধিক সময় পার হলেও অনাপত্তিপত্র দেয়নি। এতে চাঁদপুর জেলা প্রশাসন থেকে রুট পারমিটও ঝুলে আছে। এ অবস্থায় এ পরিবহনের ১৪টি বাস কেন্দ্রীয় টার্মিনালের পরিবর্তে কুমিল্লা পদুয়ার বাজার বিশ^রোড থেকে চাঁদপুর-কুমিল্লা পথে চলাচল করছে। অবিলম্বে রুট পারমিট ও অনাপত্তিপত্র দেয়ার জন্য তিনি প্রশাসনের নিকট জোর দাবি জানান।
কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের সভাপতি কবির আহমেদ সাংবাদিকদের বলেন, জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস স্টেশনে ধারণক্ষমতার তিনগুণ বেশি গাড়ি, তাই জেলা প্রশাসন থেকে অনাপত্তিপত্র দেয়া হচ্ছে না বলে জানি। কোনো সিন্ডিকেটের বাধায় আইদি পরিবহনের অনাপত্তিপত্র আটকে থাকার বিষয়টি জানা নেই। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক বলেন, আইদি পরিবহনের রুট পারমিটের অনাপত্তি ছাড়পত্র দিতে একটি আবেদন করা আছে। বিষয়টি জেলা প্রশাসকের সভায় উপস্থাপন করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
