লাকসামে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


নিজস্ব প্রতিনিধি\ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবুল কালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নার্গিস সুলতানার কাছ থেকে তাঁর সমর্থকরা আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে লাকসাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক, যুবদলের জিল্লুর রহমান ফারুক, লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ ইব্রাহিম খলিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের পক্ষে ব্যাপক প্রস্তুতি ও সংগঠিত কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতাকর্মীরা বলেন, মোঃ আবুল কালাম একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি কুমিল্লা-৯ আসনের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। দলীয় মনোনয়নপ্রাপ্ত এই প্রার্থী এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে লাকসাম-মনোহরগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমর্থকরা ¯েøাগানে ¯েøাগানে মুখর করে তোলেন পুরো এলাকা “কালাম ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন।”
