চান্দিনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক


নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চান্দিনা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে।
গত বুধবার (১৭ই ডিসেম্বর) ভোররাতে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের ৩ ইবির নেতৃত্বে যৌথ বাহিনী চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ হানিফ (২৬), মোবারক হোসেন (৩৩), কাউসার (২৫), জুয়েল (৩৪) এবং সোহেলকে (২২) আটক করা হয়। তাদের কাছ হতে ২ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি দা, ১টি চাইনিজ কুড়াল, ৬টি দেশীয় অস্ত্র, ১টি বৈদ্যুতিক টেজার, ১টি সুইচ বেøড এবং ৫টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক এবং সরঞ্জামাদি চান্দিনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। কুমিল্লা সেনাবাহিনীর সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।
