লালমাইয়ে বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত


নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাই উপজেলার বরলে বাস ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন বাস যাত্রী। গত সোমবার (২২শে ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বরল এলাকায় ঢাকাগামী জোনাকী এক্সপ্রেস, নোয়াখালীগামী একুশে এক্সপ্রেস ও একটি ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর গ্রামের আলী আক্কাসের বড় ছেলে জসিম উদ্দিন (৪৫) এবং পেরুল উত্তর ইউনিয়নের কাঁকসার গ্রামের জাহিদ হোসেন (২৫)। নিহত জসীম উদ্দিন দুর্ঘটনাকবলিত ট্রাক্টরের মালিক ও জাহিদ হোসেন ট্রাক্টরের চালক।
দুর্ঘটনার খবর শুনে লালমাই আর্মি ক্যাম্পের একটি টিম, লালমাই থানা পুলিশ, লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন জানান, ঢাকাগামী জোনাকী বাস ও লাল-সবুজ বাস দ্রæতগতিতে ওভারটেক করার সময় রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রাক্টরের সামনের অংশ আলাদা হয়ে রাস্তার পূর্ব পাশে ছিটকে গেলে অপরদিক থেকে আসা নোয়াখালীগামী একুশে বাসের সাথে সংঘর্ষ হয়। পরে ঢাকাগামী জোনাকি বাসের ধাক্কায় ট্রাক্টরের মালিক মো. জসীম উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। জোনাকি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশের একটি শো-রুমের দেয়াল ভেদ করে বৈদ্যুতিক খুঁটিতে গিয়ে আঘাত করে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় জোনাকী বাসের ড্রাইভার ও কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। গুরুতর আহত ট্রাক্টরের চালক জাহিদকে ঢাকা নেয়ার পথে রাত ১১টায় মারা যায়।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদেল আকবর বলেন, ‘২টি বাসের সঙ্গে ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়েছে শুনেছি। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।
