বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, মসজিদে মসজিদে দোয়া

বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান, মসজিদে মসজিদে দোয়া
১৫৪ Views

১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার বিপুলসংখ্যক নেতা-কর্মীর গণসংবর্ধনা গ্রহণের পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয়েছে, আজ শুক্রবার বাদ জুমা বেলা দুইটার দিকে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এদিকে, খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে আজ জুমার নামাজ শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। এ দোয়ায় অংশ নিতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে দলটি।

তারেক রহমান বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান।

ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যেতে স্বাভাবিক সময়ে আধা ঘণ্টার বেশি সময় লাগে না। তবে তারেক রহমানের আগমনকে ঘিরে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে গতকাল সেই পথ পাড়ি দিতে সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। কেবল দলীয় নেতা-কর্মী নয়, ১৭ বছর পর তাঁর দেশে ফেরাকে এক নজর দেখার কৌতূহল নিয়ে সাধারণ মানুষও ভিড় করেন। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয় মানুষের ঢল।

তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি গেটসহ আশপাশের এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর থেকে সমাবেশস্থল পর্যন্ত সড়কের দুই পাশে এবং তাকে বহনকারী বাসের সামনে-পেছনে ও দুই পাশে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তাবেষ্টনী চোখে পড়ে।

Share This