বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৬ সালকে স্বাগত

২০২৬ সালকে স্বাগত
৩২ Views

            মুহাম্মদ শাফায়াত হুসাইন\ নতুন বছর ২০২৬ সালকে স্বাগত। বছরের শুরুতে প্রতিটি মানুষের মনে নতুন আশা, স্বপ্ন ও প্রত্যাশার জোয়ার বয়ে ওঠে। ২০২৬ সাল যেন আমাদের দেশের জন্য শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয় এটাই প্রত্যেক নাগরিকের আকাঙ্খা। বর্তমান বিশ্ব ও দেশের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শক্ত মনোবল ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। গত বছর দেশ নানা ক্ষেত্রে অর্জন করলেও রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে মুক্ত হতে পারেনি।

            বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা বেড়ে গেছে, যা সমাজে বিভাজন এবং অবিশ্বাসের বীজ রোপণ করছে। ২০২৬ সালে আমরা চাই নির্বাচন হোক শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সর্বজনীন অংশগ্রহণযোগ্য। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করতে হলে রাজনৈতিক দলগুলোকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এছাড়া, সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এবং শান্তিপূর্ণ ভোটাধিকারের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গড়তে হবে। অর্থনীতির দিক থেকে ২০২৬ সাল হবে নতুন সম্ভাবনার বছর। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগ বৃদ্ধি জরুরি। কৃষি ও শিল্পখাতের আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য সহজতর পরিবেশ তৈরি করাও প্রয়োজন। নারীর ক্ষমতায়ন ও সামাজিক অংশগ্রহণ বাড়ানো দেশের সমৃদ্ধি নিশ্চিত করবে। পাশাপাশি, দুর্নীতি মোকাবিলা ও অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করাই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে জাতির মানবসম্পদ গঠন করতে হবে।

            মানসম্মত শিক্ষা ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে কাজ করা উচিত। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করে সবার জন্য সহজলভ্য করা এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষিত ও সুস্থ জাতি গড়ে তোলাই দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ধর্ম, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করে সমাজকে আরও মজবুত করতে হবে। তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে, যেন তারা দেশের সেবায় নিবেদিত থাকে। সমাজে সহিষ্ণুতা ও সমঝোতার পরিবেশ গড়ে তুলতে পারলেই আমরা সোনার বাংলা গড়ে তুলতে পারব।

 লেখকঃ কুষ্টিয়া সরকারি কলেজ

Share This