বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১০৭ জনের মনোনয়নপত্র দাখিল

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১০৭ জনের মনোনয়নপত্র দাখিল
৩৩ Views

            ষ্টাফ রিপোর্টার\ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লায় গত ২৯শে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিরের শেষ দিন উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ১০৭টি মনোনয়নপত্র জমা দিয়েছেন।  জেলা ও উপজেলায় এসব মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা। আসনওয়ারী মনোনয়নপত্র জমা দিয়েছেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ১২ জন। এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন রয়েছেন। কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে ১১ জন,  কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

            কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ৮ জন জমা দিয়েছেন। তম্মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী। কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ১১ জন জমা দিয়েছেন। এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী হাজি জসিম উদ্দিন। কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ-সিটি করপোরেশন-সেনানিবাস) আসনে ১১ জন জমা দিয়েছেন। এই আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন কাজী দ্বীন মোহাম্মদ। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি নেতা  হাজী আমিন উর রশীদ ইয়াছিন।

            কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ৯ জন জমা দিয়েছেন। এ আসনে এলডিপি থেকে সদ্য বিএনপিতে যোগদানকারী রেদোয়ান আহমেদ বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ১০ জন জমা দিয়েছেন। এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।

            কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি প্রয়াত কর্ণেল অব. এম আনোয়ারুল আজিমের একমাত্র মেয়ে সামিরা আজিম দোলা, সাবেক ডাকসু সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী।

            কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসন থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুইঁয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইয়াছিন আরাফাত রয়েছেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কামরুল হুদা। এছাড়া, মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

            বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকে পর্যায়ক্রমে কুমিল্লা জেলা ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন। ১১টি সংসদীয় আসনে ১১৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।

            কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান জানান, জেলার ১১টি সংসদীয় আসনে ১৩৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়নপত্র জমার শেষ দিনে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে প্রার্থীরা মনোননপত্র দাখিল করেন।

Share This

COMMENTS