বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে নতুন ইউএনও হিসেবে  উজালা রানী চাকমার যোগদান

মনোহরগঞ্জে নতুন ইউএনও হিসেবে উজালা রানী চাকমার যোগদান

১২৫ Views

            নিজস্ব প্রতিনিধি॥ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন উজালা রানী চাকমা। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। যোগদান শেষে উপজেলা সরকারি কর্মকর্তাদের সাথে ও পরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন নব যোগদানকৃত ইউএনও। এরআগে তিনি চট্টগ্রামে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয় দায়িত্ব পালন করেন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ও লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

            উজালা রানী চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে এম.বি.এ. এবং ২০১৬ সালে ৩৪তম বিসিএস সম্পন্ন করেন। তিনি রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার সোনাইছড়ি গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। মতবিনিময়কালে নবাগত ইউএনও উজালা রানী চাকমা বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় মনোহরগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।

Share This

COMMENTS