বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

৩৮৩ Views

ময়মনসিংহের শিকারিকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডে বাসের ধাক্কায় নিহত ৫ জন নিহত হয়েছে । দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। সোমবার ০৬ নভেম্বর  দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহের দিকে আসছিল। পথে শিকারিকান্দা এলাকায় আসতেই একটি ট্রাককে সাইড দিতে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিলবোর্ডে ধাক্কা দিলে বিলবোর্ড ভেঙে বাসের ওপরে পড়ে। এতে ওই বাসের চালকসহ ৫ জন নিহত হন।

এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, এই পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন। বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Share This