শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও র‌্যালী

মনোহরগঞ্জে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও র‌্যালী

            নিজস্ব প্রতিনিধি\ ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশে পালিত হয়েছে ৫২তম জাতীয় সমবায় দিবস। দিবসটি পালনে গত শনিবার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান, উপজেলা মৎস অফিসার তৌহিদ হাসান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল আজিজ, উপজেলা যুবলীগ নেতা বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতির সভাপতি আমির হোসেন।

            অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার তানভীর আহমদ। সঞ্চালনা করেন, উপজেলা সমবায় অফিসে কর্মরত মো. শাহাদাৎ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ। বক্তারা তাদের আলোচনায় বলেন, -সমবায়ের মাধ্যমে মানুষ দ্রæত সময়ে উন্নতি লাভ করতে পারে। বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি মহোদয়ের বাড়ি এ মনোহরগঞ্জে। তাই মাননীয় মন্ত্রী মহোদয়ের সার্বিক সহযোগিতা ও পরামর্শে মনোহরগঞ্জ উপজেলার সমবায় সমিতিগুলোকে মডেল সমবায় সমিতিতে পরিণত করতে হবে।

Share This

COMMENTS