বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হকের ইন্তেকাল

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হকের ইন্তেকাল

১২০ Views

ষ্টাফ রিপোর্টার: কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক ওরফে রিফাত (৬৬) ইন্তেকাল করেছেন। বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান বলে খবর পাওয়া গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মেয়র আরফানুল হক নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ই জুন আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তৎকালীন মেয়র মনিরুল হক ওরফে সাক্কুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত রোববার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বুধবার (১৩ই ডিসেম্বর) সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Share This