শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় যানবাহনে চাঁদাবাজির  সময় হাতেনাতে ৩ জন গ্রেপ্তার

কুমিল্লায় যানবাহনে চাঁদাবাজির সময় হাতেনাতে ৩ জন গ্রেপ্তার

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে সিটি করপোরেশনের নামে পরিবহনে চাঁদাবাজির সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ৩ জন হলেন- কুমিল্লা সদরের পূর্ব চান্দপুর এলাকার মো. হোসেন (৪৬), গোবিন্দপুর এলাকার মো. সবুজ (২৫) ও সদর দক্ষিণ উপজেলার ধনাজোড় এলাকার মো. মোতাহের হোসেন (৪৫)। তাঁদের কাছ থেকে পুলিশ এক হাজার ৯৬০ টাকাসহ চাঁদা আদায়ের বিভিন্ন ভুয়া রসিদ বই জব্দ করেছে।

            পুলিশ জানায়, নগরীর চকবাজার থেকে তেলিকোনাগামী সড়কের ওপর অবস্থান করে কিছু লোক যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করছে। তারা চালকদেরকে হত্যার ভয়ভীতি দেখিয়ে যানবাহনের গতিরোধ করে অবৈধ রসিদের মাধ্যমে চাঁদা আদায় করছে। এমন অভিযোগে গত রোববার রাতে কুমিল্লার কোতয়ালী মডেল থানার পরিদর্শক (এসআই) নাজমুল শাকিব ঘটনাস্থলে যায়। এ সময় চকবাজার তেরীপট্টি এলাকায় সড়কের ওপর থেকে চাঁদা আদায়ের সময় ৩ জনকে আটক করে পুলিশ। পরে তাদের নামে মামলা হলে গ্রেপ্তার দেখানো হয়।

            এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা গেলেও তাদের বাকি সহযোগী শাসনগাছা এলাকার আবু জাহের (৪২), শুভপুর এলাকার শরীফুল ইসলাম রাসেল (৪০) ও আশ্রাফপুর এলাকার আলম মিয়া (৪৫) পালিয়ে যায়।

            গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা মহানগরীর বিভিন্ন পয়েন্টে সিটি করপোরেশনের নাম ব্যবহার করে অবৈধ চাঁদা উত্তোলন করে আসছিল। যা সিটি করপোরেশন অবগত নন। যার কোনো আইনগত বৈধতা নেই।

Share This

COMMENTS