বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

লালমাই উপজেলার যাদবপুরে গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র ও নগদ টাকা বিতরণ

৩১০ Views

            নিজস্ব প্রতিনিধি\ গত রোববার (২৮শে জানুয়ারী) লালমাই উপজেলার যাদবপুরে গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থার  উদ্যোগে শীতার্থদের শীতবস্ত্র (কম্বল, চাদর), প্রতিবন্দীদের নগদ টাকা, টিন, টিউবঅয়েল ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ৩ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, ৪নং ভুলইন দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারমান মোঃ মজিবুর রহমান মজিব, লালমাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  মাহমুদা আক্তার,  ভলান্টারী এন্ড রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ভারডো) কুমিল্লার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সেলিম, ৪নং ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ বিল্লাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, প্রভাতী জেনারেল  ইন্স্যুরেন্স কোং লিঃ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান মোঃ একরামুল হক একরাম, লালমাই উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মাষ্টার মোঃ আব্দুল করিম। সভাপতিত্ব করেন, আলহাজ্ব ওমর আলী (সভাপতি, গ্রামীণ সমাজকল্যাণ সংস্থা ও সাবেক কাউন্সিলর, লাকসাম পৌরসভা।

            উল্লেখ্য, গ্রামীণ সমাজকল্যাণ  কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মোঃ আব্দুল খালেক।

Share This