বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে পাহাড় কেটে মাটি ইটভাটায় মাটি সরবরাহের দায়ে , জরিমানা ১০ লাখ

মিরসরাইয়ে পাহাড় কেটে মাটি ইটভাটায় মাটি সরবরাহের দায়ে , জরিমানা ১০ লাখ
১,০৩০ Views

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পাহাড় ও পাহাড়সংলগ্ন জমির মাটি কেটে  ইটভাটায় সরবরাহ করায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে মাটি কাটাবন্ধসহ জরিমানা করেন।

উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলাধীন গড়িয়াইশ এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কেটে নিকটস্থ ইটভাটায় সরবরাহ করার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান।

জানা গেছে, গড়িয়াইশ এলাকায় রেললাইনের পূর্ব পাশে পাহাড় এবং পাহাড়সংলগ্ন জমির মাটি কাটার ৩টি পয়েন্টে স্থানভেদে ১৫-২০ ফুট গভীরতার সরেজমিন প্রমাণ পাওয়া যায়। ঘটনাস্থলের নিকটেই এসবিকে নামক ইটভাটায় ৭ দিন ধরে পাহাড়ের মাটি কেটে সরবরাহ করা হয় ভাটার মালিক আব্দুল্লাহ আল ফয়সাল আদালতের নিকট স্বীকার করেন। অভিযুক্ত আব্দুল্লাহ আল ফয়সালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয় এবং নগদে আদায় করা হয়।

Share This