শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমাইয়ে অবৈধভাবে ফসলি জমির  মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

লালমাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাইয়ে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ভেকু মেশিন দিয়ে কেটে পুকুর ও মাটি বিক্রির অপরাধে ফারজানা বেগম নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার (১লা ফেব্রæয়ারি) বিকেলে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের রাজসা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ। এ ঘটনায় দুটি ট্রাক আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

            ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌমিতা দাশ বলেন, ফসলি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধের সাথে জড়িত থাকার দায়ে ফারজানা বেগম নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Share This

COMMENTS