লাকসাম ব্যাংক রোডে ড্রেনেজ ব্যবস্থা !
লাকসাম পৌর শহরের সবচেয়ে ভয়াবহ যানজটের রোডের নাম “ব্যাংক রোড”। এই রোডের পাশে কয়েকটি স্থানে ড্রেনের উপরে ¯øাব নেই। আবার কোনো কোনো স্থানে ¯øাব থাকলেও সেগুলো ভাঙ্গা-চুরা অবস্থায় রয়েছে। বিশেষ করে দৌলতগঞ্জ বাজারের উপর নির্মানাধীন বিদ্যুৎ অফিসের সামনে থেকে সোনালী ব্যাংক পর্যন্ত ড্রেনের উপর অধিকাংশ ¯øাব জরাজীর্ন অবস্থায় দেখা যাচ্ছে। এহেন অবস্থা বিরাজ করছে দীর্ঘ এক যুগ যাবতকাল থেকেই। কিন্ত এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজর পড়ছেনা। ফলে রাস্তার সকল ময়লা বাতাস ও বৃস্টির পানিতে খুব সহজেই ড্রেনে সয়লাব হচ্ছে। তাছাড়া, উল্লেখিত ব্যাংক রোডে অবর্ননীয় যানজটকালে ড্রেনের দৈন্যদশার কারণে অনেক মানুষজন পার্শ্ববর্তী ড্রেনের ¯øাবের উপর দিয়ে হেঁটে পারাপার হতেও নিদারুন হিমশিম খেতে হচ্ছে। আবার ড্রেনের ¯øাব বা ঢাকনি না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এই রাস্তায় চলাচল করা কোনো কোনো পথচারী। এ ব্যাপারে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় ছবিগুলো তোলা হয়েছে বিদ্যুৎ অফিস ও পুরাতন দৈনিক বাজারের সামনে থেকে। ……………………………..ছবিঃ লাকসামবার্তা