রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে সাগরিকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ফেনীতে সাগরিকা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
৫৪০ Views

ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার বিকাল ৪টা ৫২মিনিটে ফেনী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

ফেনী রেলস্টেশনের মাস্টার মো. হারুন বলেন, চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে। তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনটির ৯টি বগির মধ্যে ৭টি চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে। আর দুইটি বগির মেরামত কাজ শেষ করে পরে রওনা করবে।

সাগরিকা এক্সপ্রেসের আনসার কমান্ডার শফিকুর রহমান জানান, ফেনী রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহত বা দুর্ঘটনা ঘটেনি ।

Share This

COMMENTS