রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে ২৫ বছর পালিয়ে থাকা অপহরন ও  হত্যা মামলার আসামী সিস্টেম খোকন গ্রেপ্তার

শাহরাস্তিতে ২৫ বছর পালিয়ে থাকা অপহরন ও হত্যা মামলার আসামী সিস্টেম খোকন গ্রেপ্তার

৭৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ আদালতে রায় ঘোষণার পর ২৫ বছর পালিয়ে থেকেও শেষরক্ষা হয়নি সিস্টেম খোকনের। অবশেষে পুলিশের জালে ধরা পড়তে হলো তাকে। ২৫ বছর আগে সেই রায়ে যাবজ্জীবন কারাদন্ড এবং নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু যার বিরুদ্ধে এই রায় সেই আসামি ফারুক হোসেন প্রকাশ সিস্টেম খোকন ছিল আত্মগোপনে।

ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিল এই ব্যক্তি। কিন্তু এত বছর পার হলেও শেষরক্ষা হয়নি তার। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তে হলো তাকে। চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় অপহরণ ও হত্যা মামলার এই আসামিকে গত শনিবার বিকেলে চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।

            তিনি জানান, চট্টগ্রাম নগরীর বন্দর থানায় পলাতক আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ফারুক হোসেন প্রকাশ সিস্টেম খোকন দীর্ঘ প্রায় ২ যুগেরও বেশি সময় আত্মগোপনে ছিলেন। এরই মধ্যে বিগত ১৯৯৯ সালে তার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হয়।

            কিন্তু তারপরও সিস্টেম খোকন ছিল ধরাছোঁয়ার বাইরে। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি পৌরসভার উপলতা এলাকা থেকে একদল পুলিশ নিয়ে সিস্টেম খোকনকে গ্রেপ্তার করা হয়। তবে এর আগে চট্টগ্রামের বন্দর থানা থেকে তার বিরুদ্ধে পলাতক আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা শাহরাস্তি থানায় পৌঁছানো হয়।

            এদিকে গ্রেপ্তারের পরপরই পুলিশের আনুষ্ঠানিকতা শেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় হস্তান্তর করা হয়। অন্যদিকে নিজের বেশভূষা পরিবর্তন করে ফারুক হোসেন প্রকাশ সিস্টেম খোকন শাহরাস্তিতে আত্মগোপন করে। এর মধ্যে মাদক সিন্ডিকেট গড়ে তোলে সে। বিগত ২০১৮ সালে একটি মাদক মামলায় তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ দেখে ফারুক হোসেন প্রকাশ সিস্টেম খোকন একটি তিনতলা দালান থেকে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু দু’টি দালানের মাঝে পড়ে আটকে যায় সে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দালানের দেয়াল ভেঙে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। আলোচিত সেই ঘটনার পর নিজের বেশভূষা পরিবর্তন করে ফেলে সিস্টেম খোকন।

Share This

COMMENTS