মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় দিনমজুর হত্যার দায়ে একজনের  মৃত্যুদন্ড অপরজনের যাবজ্জীবন কারাদন্ড

কুমিল্লায় দিনমজুর হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড অপরজনের যাবজ্জীবন কারাদন্ড

৮৪ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় পূর্ব শক্রুতার জেরে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক দিনমজুরকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ডাদেশ এবং অপরজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন কুমিল্লার আদালত। গত বৃহস্পতিবার (১৫ই ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

            মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. লিটন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের শান্তিনগরের (নদরী পূর্বপাড়া) শ্যাম আজিজুর রহমানের ছেলে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার খোলপাশা গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে আঃ সোবহান ওরফে তুফান। রায় ঘোষণার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. লিটন অনুপস্থিত ছিলেন।

            রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এডভোকেট মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে মামলার সংক্ষিপ্ত সার তুলে ধরে বলেন, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ২০১২ সালের ৩১শে জুলাই দিনমজুর জাহাঙ্গীর হোসেনকে কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডাস্থ একটি মৎস প্রকল্পের টিনসেডের থাকার ঘরে কোদাল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আবসুদ সোবহান তুফান পালিয়ে যায়। এঘটনায় মামলা হওয়ার পর পুলিশ সিলেট থেকে লিটনকে ও তার স্বীকারোক্তি মতে আবদুস সোবহান তুফানকে চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে। পরে তারা আদালতে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয়। পরবর্তীতে জামিনে বেরিয়ে আসামি লিটন পলাতক হয়ে যায়। আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। এরপর স্বাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শুনানী শেষে আদালতের বিচারক রায় ঘোষণা করেন।

Share This

COMMENTS