বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি বেইলি রোডে আগুনে দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

<span class="entry-title-primary">সংগৃহীত ছবি</span> <span class="entry-subtitle">বেইলি রোডে আগুনে দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী</span>
৪৮০ Views

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. গামন্ত লাল সেন বলেছেন, অগ্নিকান্ডে আহতদের সরকারের পক্ষ থেকে চিকিৎসার জন্য সবকিছু করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী চিকিৎসার সকল ব্যবস্থার নির্দেশ দিয়ে বলেছেন, আমি সকল রোগীদের দায়িত্ব নিলাম। সরকারের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য সব কিছু করা হবে।
আজ শুক্রবার (১লা মার্চ) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বেইলি রোডে অগ্নিকান্ডে দগ্ধদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
গামন্ত লাল সেন বলেন, ‘এখানে মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আছেন। আমরা এখন আর কি কি করা যায় সেটা দেখব।’ তিনি আরো বলেন, রাজধানীর বেইলি রোডে অগ্নিকান্ডে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে। এখানে ১০ জন রোগী আছে। যারা মারা গেছে তারা কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের শিকার হয়েছে। একটা বদ্ধ ঘরে যখন বের হতে পারে না, তখন ধোঁয়াটা শ্বাসনালীতে চলে যায়। প্রত্যেকেরই তা হয়েছে এবং যাদের খুব বেশি হয়েছে, তারা বাঁচতে পারে নাই। দুঃখজনকভাবে তারা মারা গেছেন।’
গামন্ত লাল সেন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালে ভিড় না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

Share This