সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৬ মরদেহ এখনও হস্তান্তরের অপেক্ষায়

৬ মরদেহ এখনও হস্তান্তরের অপেক্ষায়
৫২৯ Views

বেইলিরোডের অগ্নি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৬ জন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হস্তান্তর করা হয়েছে ৪০ জনের মরদেহ। এখনও হস্তান্তরের অপেক্ষায় ৬ জনের মরদেহ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শুনশান নীরবতা বেইলি রোড এলাকায়। পুড়ে যাওয়া ক্ষত নিয়ে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে ভবনটি। যাত্রাপথে কৌতুহলবশত অনেকেই এক নজর দেখে যাচ্ছেন। বহুতল ওই ভবন নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ।

আলো ঝলমলে বেইলি রোডের এ এক অচেনা রূপ। বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডের পর কেমন নিকষ কালো অন্ধকারে ঢেকে গেছে আশপাশ। বহুতল এই ভবনে এখন শ্মশানের মতো নীরবতা।

আগের রাতে ভয়াবহ স্মৃতি মনে করে এখনও চমকে উঠছেন অনেকে। চোখেমুখ জুড়ে আতংক-এখনও পীড়া দিচ্ছে অনেককে! প্রাণ হারানো মানুষদের জন্য শোক তাদের কণ্ঠে।

Share This