সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাইতি বন্দর থেকে জাতিসংঘের ত্রাণের কনটেইনার লুট

হাইতি বন্দর থেকে জাতিসংঘের ত্রাণের কনটেইনার লুট
৫৪৪ Views

হাইতির প্রধান বন্দর থেকে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের একটি ত্রাণবোঝাই কনটেইনার লুট হয়েছে। শনিবার লুট হওয়া কনটেইনারে ‘মাতৃত্ব, নবজাতক ও শিশুদের প্রাণ রক্ষার জন্য জরুরি’ পণ্য ছিল। খবর সিএনএনের।

Share This