রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ এবং এর ২৩ নাবিককে উদ্ধারের প্রস্তুতি

জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ এবং এর ২৩ নাবিককে উদ্ধারের প্রস্তুতি
৫৬০ Views

ছবি: সংগৃহীত
ষ্টাফ রিপোর্টারঃ অবশেষে সোমালিয়ার পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনীর একটি সম্মিলিত দল এমভি আবদুল্লাহ জাহাজে অভিযান শুরু করার প্রস্তুতি চালাচ্ছেন।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর ২৩ নাবিককে উদ্ধারে অভিযান শুরু করার প্রস্ততির এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, এমভি আবদুল্লাহ জাহাজটিকে গত সপ্তাহে ভারত মহাসাগর থেকে ছিনতাই করে পরবর্তী সময় সোমালিয়ার উপকূলে নেয়া হয়েছে।
তাছাড়া, গত শনিবারেও ভারতীয় নৌবাহিনী আরেকটি পণ্যবাহী জাহাজ জলদস্যুদের হাত থেকে উদ্ধার করেছে। মাল্টার পতাকাবাহী এমভি রুয়েন নামের ওই জাহাজটিকে গত ডিসেম্বর মাসে ছিনতাই করা হয়েছিল। অভিযানে ভারতীয় কমান্ডোরা জাহাজে জিম্মি ১৭ নাবিক ও ক্রুকে মুক্ত করে। পাশাপাশি আটক করে ৩৫ জলদস্যুকেও।

Share This