শুক্রবার, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তরকুল আল-হেরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শুভ উদ্বোধন

উত্তরকুল আল-হেরা ওয়েলফেয়ার  ফাউন্ডেশনের শুভ উদ্বোধন
৪৫৯ Views

            আবদুল মান্নান মজুমদার\ প্রায় ৭শ’ কোরআন শরীফ বিনামূল্যে বিতরনের মাধ্যমে লাকসাম পৌরসভার উত্তরকুল আল-হেরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়। গত বুধবার (২০শে মার্চ) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জনসেবামুলক এ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আনোয়ার হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অসহায় ও দরিদ্রদের পাশে থেকে সহযোগিতা করা আমাদের সকলেরই ঈমানী দায়িত্ব। আমরা যদি সকলে মিলেমিশে চেষ্টা করি তাহলে সমাজ থেকে দারিদ্র্যতার হার অনেক কমে যাবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া, লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা খোরশেদ আলম, মাওলানা সাইফুল ইসলাম, আবদুল মান্নান, সামছল হক মাস্টার প্রমুখ।

Share This

COMMENTS