শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষার ফরম  পূরণের তারিখ ঘোষণা
৬৫৭ Views

            ষ্টাফ রিপোর্টার\ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। গত ২১শে মার্চ এ-সংক্রান্ত এক নির্দেশনায় বোর্ড থেকে জানানো হয় যে, এইচএসসি ও সমমানের পরীক্ষার অনলাইনের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১৬ই এপ্রিল। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ২৫শে এপ্রিল পর্যন্ত।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয় যে, বিলম্ব ফিসহ আবেদন ২৯শে এপ্রিল শুরু হয়ে চলবে ২রা মে পর্যন্ত। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০শে জুন।

            ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২,৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২,১২০ টাকা করে ফি নির্ধারণের কথাও উল্লেখিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Share This

COMMENTS