শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার বিভিন্ন উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সম্মাননা প্রদান

কুমিল্লার বিভিন্ন উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও সম্মাননা প্রদান

            ষ্টাফ রিপোর্টার\ প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বিভিন্ন উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

            লাকসাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। লাকসাম প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা।

            উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ একেএম রকিবুল হাসান স্বাগত বক্তব্যে প্রাণী সম্পদ বিভাগের কার্যক্রমসহ নতুন পরিকল্পনা বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন।

 এ উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেরা উদ্যোক্তাদেরকে পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা। প্রদর্শনীতে নানা প্রজাতির কবুতর, হাঁস, মুরগী, গরু, ছাগল, ভেড়াসহ বিভিন্ন গৃহপালিত প্রাণি স্থান পায়।

            প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ সৈয়দ মোঃ নজরুল ইসলাম।

            স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মৈশাতুয়া ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জোনায়েদ শিকদার, উপ-সহকারী প্রণিসম্পদ কর্মকর্তা জি এম মোস্তফা কামাল ভূঁঞা, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি সেলিম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, আব্দুল বাকি মিলন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, এলএসপি মোখতার হোসেন।

            অনুষ্ঠানে আলোচনা শেষে প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী সেরা উদ্যোক্তাদেরকে পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। প্রদর্শনীতে ৪০টি স্টল অংশগ্রহণ করে।

            চৌদ্দগ্রামে গত বৃহস্পতিবারে (১৮ই এপ্রিল) প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর ২০২৪ (১৮-২২ এপ্রিল) উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রদর্শনী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, সাংবাদিক মোঃ আবদুল জলিল রিপন, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, খামারি শামিম আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে গরু, ছাগল, মহিষ ও পোল্ট্রি খামারীসহ খাদ্য উৎপাদনকারী, উদ্যোক্তা, বিক্রয়প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পশু পাখির রোগ বালাই প্রতিরোধ, প্রতিষেধক, খাদ্য পরিবেশন, মোটাতাজাকরণসহ বিভিন্ন বিষয়ে খামারীদের অবহিত করা হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Share This

COMMENTS