রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মার্চ মাসে কুমিল্লায় ৭১টি অগ্নিকান্ড

মার্চ মাসে কুমিল্লায় ৭১টি অগ্নিকান্ড

Views

            ষ্টাফ রিপোর্টার\ মার্চ মাসে কুমিল্লায় ৭১টি অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়েছে। এ মাসে খুন হয়েছে ৭ জন, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২০ জন, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১৯টি। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গত ১৬ই এপ্রিল আইন-শৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অংশ নেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানসহ কমিটির অন্যান্য সদস্যগণ। সভার কার্যপত্র বিবরণী থেকে আরো জানা গেছে, মার্চ মাসে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ১৬৮টি। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৭২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৭৪টি মামলায় ৬৮ লাখ ৩৮ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব মোবাইল কোর্টে তিনজনকে কারাদন্ড এবং ৩৯ জনকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪৪টি অভিযানে ৪১টি মামলায় ২৪ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সভায় নবনির্বাচিত কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার সূচনা কুমিল্লা নগরীর বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সাথে আলোচনা ও তাদের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় তিনি নগরের যানজট নিরসনে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর আন্তরিক সহযোগিতা চেয়ে বলেন, আমরা সবার আগে নগরীর ট্রাফিক সিস্টেম নিয়ে কাজ করবো। আগামী মাসেই একটি সভা করে সিদ্ধান্ত নেয়া হবে আমরা কি করতে চাই। সভার সভাপতি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রথম ধাপে যে চারটি উপজেলা পরিষদ নির্বাচন হবে আমরা চাই প্রত্যেকটি নির্বাচনই সুষ্ঠু হোক। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন আমরা যেভাবে নির্বিঘেœ সম্পন্ন করতে পেরেছি সেই মানেই আগামী নির্বাচনগুলো অনুষ্ঠিত করতে চাই। এজন্য কেউ যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটনার চেষ্টা করে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।

Share This

COMMENTS