মঙ্গলবার, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯শে মে

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯শে মে

৭৩ Views

            ষ্টাফ রিপোর্টার\ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯শে মে ১১২টি উপজেলায় এ ধাপে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে ইসি। গত বুধবার (১৭ই এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

            তিনি বলেন, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২রা মে, যাচাই-বাছাই ৫ই মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ই মে, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ই মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই মে, প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ই মে এবং ভোটগ্রহণ ২৯শে মে। এই ধাপে ২১টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলো ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

            এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ৮ই মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলার ভোট গ্রহণ করা হবে ২১শে মে।

Share This

COMMENTS