লাকসামের মাহফুজ সানি’র যুক্তরাষ্ট্রের ট্রাইন ইউনিভার্সিটি থেকে ইনফরমেশন সাইন্স বিষয়ে পোস্টগ্র্যাজুয়েশন সম্পন্ন
নিঊইয়র্ক থেকে বিশেষ সংবাদদাতা প্রেরীত॥ লাকসাম উপজেলার উত্তর পশ্চিমগাঁও গ্রামের কৃতি সন্তান মো: নাগিব মাহফুজ সানি মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের “ট্রাইন ইউনিভার্সিটি” থেকে ইনফরমেশন সাইন্স বিষয়ে সম্প্রতি কৃতিত্বের সাথে পোস্ট গ্রেজুয়েশন সম্পন্ন করেছেন। উল্লেখ থাকে যে, মাহফুজ সানি ২০১৩ সালে ঐতিহ্যবাহী লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং ২০১৫ সালে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ থেকে এইচ এস সি সম্পন্ন করেন।
তারপর, উচ্চ শিক্ষার উদ্দেশ্যে চীনে পাড়ি জমান। চীনের “জিয়াংশু ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি” থেকে তিনি কম্পিউটার সাইন্সে স্নাতক ডিগ্রী লাভ করেন। চায়না থাকাকালীন সময় ২০১৭ সালে মাহফুজ সানি’র নেতৃত্বে সে দেশের বিখ্যাত “শিজিয়াজুয়াং কিডনি ডিসিজ” হাসাপাতালের সহযোগিতায় সুদুর চায়না থেকে ৫ জন ডাক্তারের একটি মেডিকেল টীমের মাধ্যমে তার জন্মভূমি লাকসামে ৫ দিন ব্যাপি একটি মেডিকেল ক্যাম্পেইন করেছিলেন।
যেখানে প্রায় তিন হাজার রোগিদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া এবং ঔষধ প্রদান করা হয়েছিল। এছাড়াও চায়না থাকাকালীন সময় সানি লাকসামের অনেক ছাত্রকে সে দেশে স্কলারশিপ নিয়ে গিয়ে পড়াশোনা করতে নানাভাবে সহায়তা করেছেন। মো: নাগিব মাহফুজ সানি লাকসামবার্তা’র সঙ্গে এক টেলিফোন সাক্ষাতকারে বলেছেন যে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও আসলে তিনি সর্বদাই সার্বিক চেষ্টা করে থাকেন- যেন তার জন্মভূমি লাকসাম তথা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারেন।
পরিশেষে, মাহফুজ সানি আরো বলেন যে, “আমার শিক্ষাগত এই অর্জনের জন্য আমি আমার পরিবার, শিক্ষক মহোদয়গন এবং যারা সবসময় আমার পাশে থেকে নানাভাবে আমাকে সহায়তা ও দিক নিনির্দেশনা দিয়েছেন- আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মো: নাগিব মাহফুজ সানির পিতার নাম: মো: আবুল হোসেন মিলন এবং মাতার নাম নাজমা বেগম। তিনি লাকসাম এলাকাবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়েছেন।