শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী বুধবার  পবিত্র আশুরা

আগামী বুধবার পবিত্র আশুরা

            ষ্টাফ রিপোর্টার\ দেশের আকাশে শনিবার সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে গত সোমবার শুরু হয়েছে আরবি মহররম মাস ও নতুন বছর ১৪৪৬ হিজরি। এ ধারাবাহিকতায় দেশে আগামী ১৭ই জুলাই বুধবার (১০ই মহররম) পবিত্র আশুরা পালিত হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু.আ. আউয়াল হাওলাদার।

            হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়া মতাবলম্বিরা বিশেষভাবে আশুরা পালন করে থাকেন। ইরাকের কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত বিশ্বের সব মুসলিম দেশে আশুরা পালিত হয়। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে। আশুরার রোজা (আশুরার দিন এবং আগে বা পরে একদিন) রাখার বিষয়ে বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে।

Share This

COMMENTS