বুধবার থেকে অফিস চলবে ফের স্বাভাবিক সময়সূচিতে
৫৪ Views
ষ্টাফ রিপোর্টার: দেশব্যাপী ৩১শে জুলাই রোজ বুধবার থেকে সব সরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। এদিন থেকে ছুটির দিন বাদে প্রতিদিন সরকারি অফিস শুরু হবে সকাল ৯টায়। আর অফিসের সময় শেষ হবে বিকেল ৫টায়। জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে মঙ্গলবার এই ষোষনা দেয়া হয। এর আগে সারা দেশে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারনে সরকারি ও বেসরকারি অফিস রোববার সকাল ৯টা থেকে শুরু হয়। তবে, অফিস শেষ হয় বিকেল ৩টায়। এই নিয়মে মঙ্গলবার পর্যন্ত চলছে। সম্প্রতি কোটা সংস্কার আনোদালনঘিরে সহিংসতা ও বিভিন্ন কারনে গত সপ্তাহের রোব, সোম ও মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষনা করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভিাবিক হলে গত বুধ ও বৃহস্পতিবার খুলে দেয়া হয় অফিস। তবে অফিস শুরু হয়েছিল বেলা ১১টা থেকে এবং ৩টায় শেষ হয়।