শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে বন্যার্ত ৬শ’ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

            কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মাওলানা আব্দুল মান্নান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ’ পরিবারের মাঝে গত বুধবার বিকেলে শ্রীরামপুর মজুমদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মাওলানা আব্দুল মান্নান মজুমদারের বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লায়ন ইলিয়াছ মজুমদারের দিকনির্দেশনায় উপহার সামগ্রী বিতরণ করেন মাওলানা আব্দুল মান্নান মজুমদারের ছোট ছেলে উপজেলা যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হোসাইন মজুমদার মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাজারী, বিএনপি নেতা সফিকুর রহমান মেম্বার, নজির আহমদ মেম্বার, মনসুর আলী দুলাল, মনির আহমদ, আলী আক্কাস, সমাজসেবক অহিদুর রহমান মজুমদার, দুদু মিয়া মজুমদার। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ নুর আহমদ সবুজ। জানা যায়, এবারের বন্যায় মাওলানা আব্দুল মান্নান মজুমদারের পরিবার বন্যার্তদের পাশে নিবেদিতভাবে সেবা প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় ওইদিন বন্যার্তদের মাঝে চাল, ডাল, তৈল, আলু, বোতল জাত পানি, ওরস্যালাইন বিতরণ করা হয়। এছাড়াও মাওলানা আব্দুল মান্নান মজুমদারের দ্বিতীয় ছেলে ফুলগাঁও সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াছিন মজুমদার, তৃতীয় ছেলে পুলিশ ইন্সপেক্টর ইসরাফিল মজুমদার, চতুর্থ ছেলে নৌ-বাহিনী কর্মকর্তা কর্নেল ইসমাইল মজুমদার শাহিন কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলায় বন্যা দুর্গতদের মাঝে ব্যাপক সহায়তা প্রদান করেন।

            প্রতি  প্যাকেটে ছিল- চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, আটা ২ কেজি, লবণ ১ কেজি, পানি ২ লিটার, বিস্কুট ১ পেকেট, নুডুলস ২ পেকেট, সাবান ২টা, স্যালাইন- ৫টা, মাছ ২টা। -মোঃ ইয়াছিন মজুমদার, গ্রাম-শ্রীরামপুর, নাঙ্গলকোট, কুমিল্লা।

Share This

COMMENTS