রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় বন্যায় ২ হাজার টিউবওয়েল  ক্ষতিগ্রস্তঃ পানিবাহিত রোগের আশঙ্কা

ব্রাহ্মণপাড়ায় বন্যায় ২ হাজার টিউবওয়েল ক্ষতিগ্রস্তঃ পানিবাহিত রোগের আশঙ্কা

২১ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যায় ২ হাজার টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশুদ্ধ পানির অভাবে আর্সেনিকসহ পানিবাহিত রোগের আশঙ্কা দেখা দিয়েছে।

            উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস থেকে জানা গেছে, এবারের বন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলায় ২ হাজার টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৫০টি টিউবওয়েল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

            উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের বাসিন্দা মো. আলমগীর হোসেন জানান, বন্যায় এলাকার বেশির ভাগ টিউবওয়েল ডুবে গেছে। পানি নেমে গেলেও এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি আরো জানান, বাগড়া গ্রামের পানিতে আর্সেনিকের উপস্থিতি রয়েছে। বন্যার পানিতে ডুবে থাকায় আর্সেনিকমুক্ত টিউবওয়েলগুলোর বেশির ভাগই ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। ফলে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট।

            সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের শরিফুল ইসলাম সামান্দার বলেন, বন্যার পানি নামতে শুরু করলেও লোকজন ভয়ে ডুবে যাওয়া টিউবওয়েলের পানি ব্যবহার করছে না।

            উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান বলেন, ‘বন্যা পরিস্থিতিতে বিশুদ্ধ পানির সংকট কমাতে উপজেলার বন্যাকবলিত এলাকায় মাঠকর্মী ও উপজেলা প্রশাসনের মাধ্যমে পানি বিশুদ্ধকরণ ৮০ হাজার ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ ছাড়া বানভাসিদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পর উপজেলায় জরিপ করেছি। তাতে দেখা গেছে, ২ হাজার টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৫০ টিউবওয়েল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

            জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ আরো বলেন, ক্ষতিগ্রস্ত টিউবওয়েলগুলো সংস্কারের জন্য মাঠকর্মী, মেকানিক ও স্বেচ্ছাসেবক দিয়ে কয়েকটি টিম গঠন করেছি। বাড়ি বাড়ি গিয়ে এসব ক্ষতিগ্রস্ত টিউবওয়েলগুলো হাইজিন কিটসহ বিভিন্ন উপকরণ দিয়ে ওয়াশ মাধ্যমে ব্যবহারের উপযোগী করে দেয়া হচ্ছে। বরাদ্দ এলে যাচাই-বাছাই করে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত টিউবওয়েল ও টয়লেট নির্মাণের ব্যবস্থা করে দেয়া হবে।

Share This

COMMENTS