শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় জামায়াতের  কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় জামায়াতের কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

            নিজস্ব প্রতিনিধি\ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের তাহযীব-তামাদ্দুনে রয়েছে ইসলাম। আমাদের জাতির পিছনে রয়েছে ইসলাম, আমাদের পতাকার পিছনে রয়েছে ইসলাম। ১৯৪৭ সালে দ্বি-জাতিতত্তে¡র ভিত্তিতে এ দেশ পৃথক হয়। যারা ইসলামকে বাদ দিয়ে এ দেশের ভবিষ্যৎ চিন্তা করে তারা বোকার স্বর্গে বাস করছেন।

            তিনি বলেন, আমাদের দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী গর্ভ করে বলতেন তার পিয়ন চারশ কোটি টাকার মালিক। সে হেলিকপ্টারে যাতায়াত করে। এতেই বোঝা যায় ওনি কত হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লোপাট করেছেন। তিনি বলেন, রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, ব্যক্তির সততার মাধ্যমে সমাজ সৎ হয়, সমাজ সততার মাধ্যমে রাষ্ট্র সৎ হয়। সমাজ কোন ব্যক্তিকে সৎ করতে পারে না, রাষ্ট্র কোন ব্যক্তিকে সৎ করতে পারে না।

            ডঃ সরওয়ার সিদ্দিকী বলেন, বর্তমানে মূল্যবোধ সম্পন্ন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আপনারা সৎ, তাকওয়াবান হন তাহলে আল্লাহই আপনাদের হাতে দেশের শাসনভার তুলে দেবেন।

            তিনি বলেন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নাথেরপেটুয়ার কর্মীদের সারাদেশ নিয়ে ভাবার দরকার নেই। আপনাদের প্রতিটি কেন্দ্রে জামায়াতের প্রার্থীর জয় নিশ্চিত করুন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেকটি ব্যক্তির কাছে জামায়াতের দাওয়াত পৌঁছে দিন। আল্লাহই আমাদের সুনিশ্চিত বিজয় দেবেন ইনশাআল্লাহ।

            নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গোফরান ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলাম পরশের পরিচালনায় নাথেরপেটুয়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন, জামায়াত মনোনীত মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঢাকা মহানগর জামায়াত নেতা হামিদুর রহমান সোহাগ, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদিন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরুন্নবী, সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার, সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, নাথেরপেটুয়া এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া আনোয়ার হোসেনের পিতা আবু তাহের। এসময় অধ্যাপক সাইদুর রহমান, মাওলানা আবদুজ্জাহের, মাস্টার মফিজুর রহমান, সাইফুল বারী, ফয়েজুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

            পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্লাবন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

Share This