বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে গনপিটুনীতে  মাদক ব্যবসায়ী নিহত

লাকসামে গনপিটুনীতে মাদক ব্যবসায়ী নিহত

১৪ Views

            নিজস্ব প্রতিনিধি\ মাদক ব্যবসার জেরে লাকসামে গণপিটুনিতে আবদুর রহিম (৫২) নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার উত্তরকূল গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

            এলাকাবাসী জানায়, আবদুর রহিম দীর্ঘ বছর ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। এছাড়া গত ৬ই আগস্ট তার হাতে খুন হয়েছেন আরেক মাদক ব্যবসায়ী। এলাকাবাসী আরো জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে এলাকার কিছু লোকজন মাদকসহ আবদুর রহিমকে আটক করলে সে এলাকার লোকজনকে ছুরিকাঘাতের চেষ্টা করে। এতে জনতার রোষানলে পড়ে গণপিটুনিতে মারা যায় সে।

এছাড়া মাদক ব্যবসার ভাগবাটোরা নিয়ে গত ৬ই আগস্ট একই ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামের মমিন আলীর ছেলে মাদক ব্যবসায়ী রুবেলকে চুরিকাঘাতে খুন করে আবদুর রহিম। এ ঘটনায় থানায় মামলা না হলেও সামাজিকভাবে সালিশের মাধ্যমে তার ২ লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়। কিছুদিন আগে সে জরিমানার এক লাখ টাকাও পরিশোধ করেন। এরপরও তাকে মাদক ব্যবসা থেকে ফেরানো যায়নি।

            নিহত আবদুর রহিমের পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে আবদুর রহিম বাজার থেকে সিএনজি করে এসে বাড়ির সামনে নামে। ওই সময় এলাকার কিছু লোক তাকে ধাওয়া করে। এতে সে তার মুরগির খামারে আশ্রয় নেয়। সেখান থেকে তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে বেধড়ক লাঠিপেটা দেয়া হয়। একপর্যায় সে দৌড়ে পানিতে ঝাঁপ দেয়। এরপর পানি থেকে তুলে এনে তাকে পিটিয়ে হত্যা করা হয়। তার স্ত্রী-সন্তানরা তাকে হাসপাতালে নিতে চাইলেও যেতে দেয়নি হত্যাকারীরা। লাকসাম পৌর এলাকার উত্তরকূল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে নিহত আবদুর রহিমের চার মেয়ে এবং এক ছেলে রয়েছে।

            পরিবারের দাবি- জায়গা সম্পত্তির জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে সে একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এখন আর মাদক বিক্রির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

            লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিতের স্ত্রী পারভীন আক্তার ৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Share This

COMMENTS