বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় একদিনে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

কুমিল্লায় একদিনে ১৫ জন  ডেঙ্গু রোগী হাসপাতালে
১৭৭ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

            গত রোববার (২৯শে সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

            আক্রান্তদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ৭ জন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মুরাদনগর, হোমনা ও বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে এবং ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে একজনসহ ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।

            সিভিল সার্জন ডা. নাছিমা বলেন, কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। সঠিক চিকিৎসায় ডেঙ্গু থেকে সুস্থ হওয়া যায়। এ ক্ষেত্রে জ্বর হলে বা ডেঙ্গুর কোনো উপসর্গ দেখে দিলে অবহেলা না করে দ্রæত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেয়ার অনুরোধ করেন তিনি।

Share This