শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস না থাকায় বছরে আগুনে পুড়ছে কোটি কোটি টাকার সম্পদ

৫০ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতি বছর আগুনে পুড়ছে কোটি কোটি টাকার সম্পদ। উপজেলা সৃষ্টির দীর্ঘ ৪২ বছরেও এখানে স্থাপিত হয়নি কোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। উপজেলার কোথাও আগুন লাগলে পার্শ্ববর্তী লাকসাম উপজেলা ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আগুনে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নাঙ্গলকোটে উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন জরুরি বলে মনে করেন জনসাধারণ।

            নাঙ্গলকোট উপজেলা একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এতে বসবাস করেন অন্তত পাঁচ লাখ জনগোষ্ঠি। এ উপজেলায় বিভিন্ন পর্যায়ের শত শত শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা অফিস, হাসপাতাল, সরকারি-বেসরকারি অফিস, ছোট-বড় অসংখ্য হাট-বাজার এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তাছাড়া বিভিন্ন হাট-বাজারে রয়েছে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিনসহ তৈলজাতীয় পদার্থের মজুদ ও বিক্রয় দোকান। ফলে ওই সকল প্রতিষ্ঠান এবং বাজারসমূহ সর্বদায় অগ্নিকান্ডের চরম ঝুঁকির মধ্যে থাকতে হয়। একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন নাঙ্গলকোবাসীর দীর্ঘদিনের দাবি। অতীতে জনপ্রতিনধিগণ প্রতিশ্রæতি দিলেও বাস্তবে আলোর মুখ দেখছেনা এলাকাবাসী।

            পৌরবাজার ব্যবসায়ী মো. কাউসার বলেন, ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকান্ডে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে যাচ্ছে। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি ফায়ারসার্ভিস স্টেশন স্থাপন করা। কিন্ত বিগত দিনে এখানে বড় মাফের জনপ্রতিনিধি থাকলেও এখানে একটি ফায়ারসার্ভিস স্থাপন করতে পারেন নাই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, নাঙ্গলকোটে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা প্রয়োজন বিধায় আমরা তিনটি স্থানে জায়গা নির্ধারণ করে প্রস্তাব প্রেরণ করেছি।

Share This