শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোট সরকারি কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিলঃ ক্যাম্পাসে তালা

নাঙ্গলকোট সরকারি কলেজ অধ্যক্ষের অপসারণ  দাবিতে বিক্ষোভ মিছিলঃ ক্যাম্পাসে তালা
৪২৯ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ অধ্যক্ষ ড. মজিবল হায়দর চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারীতা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে অপসারণের দাবিতে গত রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও কলেজ ভবনে তালা দিয়েছে কলেজ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাঙ্গলকোট উপজেলা নেতৃবৃন্দ। এসময় বিক্ষোভকারীরা কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের বিরুদ্ধে নানাহ ¯েøাগান দিতে দেখা যায়। পরে তারা কলেজ প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ সভা করেন। শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজ গর্ভনিং বডি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকীর নিকট স্মারক লিপি প্রদান করেন।

            প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্বনয়ক প্রান্ত, সৌরভ, ইউনুস, ইমতিয়াজ আলম শাওন, আকিব, জাকারিয়া ও নেজাম, কলেজ শিক্ষার্থী কাউছার আলম শিবলু, ইসমাইল হোসেন সাগর, রাফি, ওমর ফারুক, সায়েম প্রমুখ।

            কলেজ অধ্যক্ষ ড. মজিবল হায়দর চৌধুরী বলেন, আন্দোলকারীরা অধিকাংশই বহিরাগত। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে এগুলো সব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যারা আমার বিরুদ্ধে আন্দোলন করছে তারা অধিকাংশই আওয়ামী লীগ ও ছাত্রলীগ করে। তারা আগস্টের ৬ তারিখ থেকে হঠাৎ দল পরিবর্তন করেছে।

            নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, বিষয়টি আমি জেনেছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This