শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন স্থানে  ৩৫টি অপ্রীতিকর ঘটনায়  ১৭ জন গ্রেপ্তার: আইজিপি

শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন স্থানে ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১৭ জন গ্রেপ্তার: আইজিপি

১৮৯ Views

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ১লা অক্টোবর থেকে ১১ই অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা ও ২৪টি সাধারণ ডায়েরি (জিডি) এবং ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। তদুপরি, দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডেও যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্যও বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছেন।

Share This

COMMENTS