শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তথ্য সন্ত্রাস বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে  ম্লান করে দেয়: কাদের গনি

তথ্য সন্ত্রাস বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে ম্লান করে দেয়: কাদের গনি

৮৭ Views

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, তথ্য সন্ত্রাস ও হলুদ সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে ম্লান করে দেয়।
গত শনিবার (১২ই অক্টোবর) দুপুরে  খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী স্মরণে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, আজ মুক্ত গণমাধ্যম ফিরে পেয়েছে বাংলাদেশের মানুষ। ছাত্র-জনতার চূড়ান্ত লড়াইয়ে রাজপথে পেশাজীবীদের যে সরব অংশগ্রহণ ছিল সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী সেখানে ছিলেন অগ্রসেনানী।
প্রধান অতিথির বক্তৃতায় কাদের গনি চৌধুরী আরও বলেন, বিগত ৫ই আগষ্টের চূড়ান্ত লড়াইয়ের আগে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী রাজপথে থেকে সাংবাদিকদের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে পথ দেখিয়ে গেছেন দেশব্যাপী সে ধারা অব্যাহত রেখে আর যেন কোনো ফ্যাসিবাদের দোসর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, অলিতে-গলিতে ব্যাঙের ছাতার মত পত্রিকা গড়ে উঠেছে। তারা চাঁদাবাজি সহ নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। অনেকেই মানহানিকর সংবাদ পরিবেশন করছেন। এতে মূলধারার সাংবাদিকতা মলিন হচ্ছে।
নাগরিক শোক সভায় প্রধান বক্তা ছিলেন, বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম। এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয় ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় এসময় স্বাগত বক্তৃতা করেন, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন।
প্রধান অতিথির বক্তৃতায় কাদের গনি চৌধুরী আরও বলেন, সাংবাদিক রুহুল আমিন গাজী ৪০টি বছর ধরে সাংবাদিকদের দাবি আদায়ে লড়াই-সংগ্রাম করেছে। একদিনের জন্যও পিছ পা হয়নি। কখনও সাংবাদিক আবার কখনও পেশাজীবী হিসেবে ভূমিকা রেখেছেন। ৫ই আগস্টের পূর্ব মুহূর্তে যখন ঢাকার বাড্ডা, ধানমন্ডি ও উত্তরা সহ দেশের বিভিন্ন স্থান থেকে শিশুসহ গণহত্যার খবর আসে-এমনই এক দুঃসময়ে রুহুল আমিন গাজী পেশাজীবীদের নিয়ে ঢাকার রাজপথে নেমে আসেন। তার নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে টিআর সেল ও মুহুর্মুহু গুলির মধ্যেই পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, আমাদেরকে গুলি কর, আমাদের সন্তানদের হত্যা করোনা। এভাবেই তিনি বন্ধুকে গুলির সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন। Ref: banglanews24.

Share This