কুমিল্লার মুরাদনগর এলাকার ৮টি বেইলি ব্রিজের বেহাল দশা
সাদিক মামুন\ কুমিল্লার মুরাদনগরে ৮টি বেইলি ব্রিজের বেহালদশায় দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারিরা। দীর্ঘদিন ধরে কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে মুরাদনগর এবং রামচন্দ্রপুর থেকে বাঞ্ছারামপুর পর্যন্ত মুরাদনগর সদরে গোমতী নদীর ওপর বেইলি ব্রিজ, ইলিয়টগঞ্জ মুরাদনগর সড়কের পাঁচপুকুরিয়া, ছালিয়াকান্দিতে দু’টি, ভোরারচর, নেয়ামতকান্দি, ভাশখোলা ও জাহাপুরের বেইলি ব্রিজের নাজুক অবস্থা দাঁড়িয়েছে। জনসাধারণ ও যান চলাচলে প্রায় অনুপযোগী ওই ৮টি বেইলি ব্রিজ প্রায় একযুগ ধরে জোড়াতালিতে কোনোমতে চলছে। ব্রিজের পাটাতনের মাঝখানে, পাশে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব ভাঙা পাটাতনে গাড়ির চাকা আটকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যাত্রী ও পথচারিরা থাকেন আতঙ্কে। জরাজীর্ণ হয়ে পড়া এসব বেইলি ব্রিজ সংস্কারে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির বিষয়টি দেরিতে হলেও সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টিতে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ইতোমধ্যে বেইলি ব্রিজ সংস্কারে নেয়া হয়েছে ৩৪৮ কোটি ২৬ লাখ টাকার প্রকল্প।
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের বিকল্প হিসেবে ঢাকায় যাতায়াতে অনেকটা কম সময় লাগায় কুমিল্লার মুরাদনগর, দেবিদ্বার ও বাঞ্ছারামপুরের লাখো মানুষ প্রায় এ ৮টি বেইলি ব্রিজ ব্যবহার করে থাকেন। ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজগুলোর সংযোগ সড়কের অবস্থাও নাজুক। ঝুঁকিপূর্ন বেইলি ব্রিজে উঠার আগে সড়কের গর্ত, খানাখন্দের ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
মুরাদনগর সদরের বাসিন্দা কামাল উদ্দিন জানান, এখানকার গোমতী নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে অধিক ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়রা অনেকদিন ধরেই দাবি করে আসছে ক্ষতিগ্রস্ত ব্রিজটি ভেঙে নতুন আরসিসি গার্ডার সেতু নির্মাণের। সিএনজি অটোরিকশা চালক সোহাগ মিয়া জানান, মুরাদনগর রুটে সদরের বেইলি ব্রিজ দিয়ে যাত্রী নিয়ে পারাপারের সময় খুব আতঙ্কের মধ্যে থাকেন। ব্রিজের অবস্থা খারাপ হয়ে পড়ায় সিএনজিতে এখন আর ৫ জন যাত্রী মেলানো কঠিন হয়ে পড়েছে।
দাউদকান্দির ইলিয়ট এলাকার শিক্ষক সফিকুল ইসলাম জানান, কুমিল্লার ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়কে ৫টি বেইলি ব্রিজ রয়েছে। ব্রিজগুলোর বর্তমান অবস্থা মানেই মরণফাঁদ। গত ১৫-১৬ বছরে বড় বড় রাস্তা হয়েছে, কিন্তু বেহাল দশার এসব বেইলি ব্রিজের প্রতি যারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জনপ্রতিনিধি ছিলেন তাদের বিন্দুমাত্র নজরদারি ছিল না। এই প্রকল্প, সেই প্রকল্পের নামে লুটেপুটে খেয়েছে। কিন্তু জনসাধারণের চলাচলের সুবিধার কথা ১৫ বছরে ভাবেনি।
বেহালদশার ৮টি বেইলি ব্রিজ সংস্কারের বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে মুরাদনগর এবং রামচন্দ্রপুর থেকে বাঞ্ছারামপুর পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়কে ঝুঁকিপূর্ণ ৮টি বেইলি ব্রিজ ভেঙে পাঁটি আরসিসি গার্ডার সেতু ও ৩টি আরসিসি কালভার্ট, সড়ক প্রশস্তকরণ, বাঁক সরলীকরণ উন্নয়নে তিনটি প্যাকেজে ৩৪৮ কোটি ২৬ লাখ টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এরমধ্যে ২টি প্যাকেজের কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। আরেকটি প্যাকেজের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। যাত্রী ও জনসাধারণের ভোগান্তি নিরসনে আশা করি নির্মাণ কাজ দ্রæত শুরু করা যাবে।