শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সেই মানহানির মামলা থেকে খালাস পেলেন- তারেক, ফখরুল ও খসরুসহ ৫ জন

সেই মানহানির মামলা থেকে  খালাস পেলেন- তারেক,  ফখরুল ও খসরুসহ ৫ জন
৪৮০ Views

            ষ্টাফ রিপোর্টার\ বিগত পাঁচ বছর আগে আওয়ামী লীগকে নিয়ে মানহানির অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খালাস দেয়া হয়েছে।

            গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এ আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি জানিয়েছেন। এ দিন এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে দীর্ঘদিন ধরেই কোনো সাক্ষী না আসায় আসামিপক্ষ মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত ২৪৭ ধারায় তাদের মামলা থেকে খালাস দেন। এর আগে ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন। ঈড়ঁৎঃবংু: ফধরহরশধুধফর/নধহমষধহবংি২৪

Share This