বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামের ডুরিয়া বিষ্ণুপুরে ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার  রুহুল আমিনের দাফন সম্পন্ন

লাকসামের ডুরিয়া বিষ্ণুপুরে ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার রুহুল আমিনের দাফন সম্পন্ন

১৯০ Views

ভাইয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক, লাকসাম পলাশ সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ও ভাইয়া গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোকছোদ আলীর বড় ভাই মরহুম মো. রুহুল আমিন মাস্টারের দাফন সম্পন্ন হয়েছে।
মাষ্টার রুহুল আমীন ৭৫ বছর বয়সে গত রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে ঢাকা ইউনাইটেড হসপিটালে ইন্তেকাল করেন। ওই দিন তাকে নিজ গ্রাম ডুরিয়া বিষ্ণুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই সাবেক পৌর মেয়র আলহাজ মফিজুর রহমান, লাকসাম বণিক সমিতির আহ্বায়ক আলহাজ মজির আহমেদ, প্যাসিফিক কনজ্যুমার গুডসের চেয়ারম্যান মরহুমের ভাতিজা মো. শাখাওয়াত হোসেন মামুন, ভাইয়া হাউজিংয়ের চেয়ারম্যান মারুফ সাত্তার আলী রাসেল, প্যাসিফিক কনজ্যুমার গুডসের পরিচালক শাহাদাত হোসেন মুরাদ, প্যাসিফিক মাল্টিপ্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন সোহাগ, হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদল, সাবেক সাধারণ সম্পাদক ডা. নুর উল্লাহ রায়হান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, বিএনপি নেতা নুর হোসেন চেয়ারম্যান, আবদুল্লাহ আল মাহমুদ খসরু প্রমুখ।
মাস্টার রুহুল আমিনের মৃত্যুতে ভাইয়া হাউজিং, প্রভাতী ইনস্যুরেন্স, প্যাসিফিক কনজ্যুমার গুডস লিমিটেড, নাবিস্কো, লাকসাম বণিক সমিতি, লাকসাম হাজী এন্টারপ্রাইজ, রূপালী বাংলাদেশ পরিবারসহ অনেক বিশিষ্টজনগণ গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মাস্টার রুহুল আমিন জীবদ্দশায় এলাকার অনেক সামাজিক কর্মকান্ডের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছিলেন। সুত্র: রূপালী বাংলাদেশ

Share This