বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার মনোহরগঞ্জে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

৫৪ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে সরকারি খালের উপর দালান নির্মাণ করে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধের প্রতিবাদে এবং খাল দখলমুক্ত ও ভূমিদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গত সোমবার উপজেলার বাইশগাও ইউনিয়নের নোয়াগাঁও বটগাছতলা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

            মানববন্ধনে গ্রামবাসী বলেন, বাইশ গাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সরকারি খাল দখল করে ভবন নির্মাণ করায় পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গ্রামের ২শ’ পরিবার জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছে। ব্যাহত হচ্ছে জমিতে ফসলে আবাদ। বিগত দিনে এ বিষয়ে কেউ প্রতিবাদ করলেই অত্যাচার-নিপীড়ন চালাতো ভূমিদস্যু-সন্ত্রাসীরা। এ সময় তারা প্রশাসনের প্রতি সন্ত্রাসী মিজান, মাহফুজ, দ্বীন মোহাম্মদ, দুদু মিয়াসহ ভূমিদস্যু-সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

            গ্রামবাসী আরো বলেন, বিগত আওয়াী লীগ আমলে খাল দখল করে দালান নির্মাণ করে পানি নিষ্কাশন বন্ধ করে দেয়। এতে ওই গ্রামের প্রায় ২শ’ পরিবার জলাবদ্ধতা শিকার হয়ে ভোগান্তি পোহাচ্ছেন। এছাড়াও ওই ভবনে নিয়ে গ্রামীণ লোকজন ও ভিন্ন মত ও দলের লোকজনের উপর নিপীড়ন করা হতো।

            গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন, শামসুল আলম, মাওলানা ইব্রাহিম খলিল, দ্বীন মোহাম্মদ দীনু, মোঃ শাহ আলম, হাফেজ আহমদ, আলতাফ হোসেন খোকন, আবুল কালাম প্রমুখ। শতাধিক গ্রামবাসী এ মানববন্ধনে অংশগ্রহন করেন।

            এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন বলেন, আমরা সরকারি খাল  দখলের অভিযোগ পেয়েছি। তালিকা করা হচ্ছে, খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share This