বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে মাস্টার নুরুজ্জামান ভূঁইয়া  খোকন স্মরণে শিক্ষক সম্মেলন

মনোহরগঞ্জে মাস্টার নুরুজ্জামান ভূঁইয়া খোকন স্মরণে শিক্ষক সম্মেলন

২৪ Views

            নিজস্ব প্রতিনিধি\ মনোহরগঞ্জ উপজেলার বাইশগাও ইউনিয়নের মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ইউনিয়নর পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুজ্জামান ভূঁইয়া খোকন স্মরণে গত শনিবার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি মনোহরগঞ্জ শাখা সভাপতি মোঃ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জাতীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সার্ভিয়ার বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুজ্জামান ভূঁইয়া খোকনের জেষ্ঠ্য পুত্র এবং নুরুজ্জামান ভ‚ঁইয়া স্মৃতি সংস্থার প্রধান পৃষ্ঠপোষক  তোফাজ্জল হোসেন ভূঁইয়া পিন্টু, বিপুলাসার আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল হাশেম, শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন খন্দকার, জেলা শিক্ষক নেতা মোঃ শফিকুল ইসলাম, লাকসাম শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া, দপ্তর সম্পাদক কুমিল্লা শাখার মোঃ আব্দুল হান্নান। আরো বক্তব্য রাখেন, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা, বরল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম মিন্টু, ভোগই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ ভুঁইয়া, মান্দারগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, বুরপিষ্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন, কেশতোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া, মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সেতেরা আক্তার, আশির পাড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন্নবী চৌধুরী সেলিম প্রমুখ।

            নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান সার্বিক তত্ত¡াবধান করেন শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আলম, স্থানীয় সমাজকর্মী আবদুল ওয়াদুদ মোল্লা ও  জহিরুল ইসলাম পাটোয়ারী।

Share This