শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এডভোকেট বদিউল আলম সুজন কুমিল্লা জেলায় পিপি পদে নিয়োগ

এডভোকেট বদিউল আলম সুজন  কুমিল্লা জেলায় পিপি পদে নিয়োগ
৪২৭ Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। গত ২৯শে অক্টোবর আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেয়া হয়েছে।

            কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার গাজীমুড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন শিক্ষা জীবন শেষ করে ২০১২ সালে বাংলাদেশ বার কাউন্সিল হতে আইনজীবী হিসেবে সনদ অর্জন করে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইন পেশা শুরু করেন। ২০১৯ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সদস্য হয়ে সততার সাথে দায়িত্ব পালনে আইন পেশায় জনপ্রিয় হয়ে উঠেন।

            কুমিল্লা জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন সাপেক্ষে ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারা এবং ১৯৬০ সালের এল আর (লিগ্যাল রিমেমব্রানসার্স) ম্যানুয়ালের ২নং অধ্যায়ের ১নং অনুচ্ছেদের ৯ ও ৬ অনুচ্ছেদের ১৭ বিধিতে দেয়া ক্ষমতাবলে এ নিয়োগ দেয়া হয়েছে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

            এদিকে, অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পাওয়ায় তাঁকে ঢাকাস্থ লাকসাম-মনোহরগঞ্জ ফোরাম, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামসহ, সেইভ দ্যা হিউমিনিটি, লাকসাম জেলা বাস্তবায়ন কমিটি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

Share This