বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে প্রাইভেটকার  থেকে ৮০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে প্রাইভেটকার থেকে ৮০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

২১ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় অভিযানেও কমছে না মাদক পাচারের ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মাদকদ্রব্য পাচারে যুক্ত হচ্ছে নতুন নানা কৌশল। সবজিবাহী পরিবহনে বিশেষ বাক্সের ভেতর, লাউ, কুমড়া, কইডা, কাঁঠালের ভেতর, কুরিয়ার সার্ভিসের পরিবহনে, মসলার প্যাকেটে, জুতার ভেতর, নারীদের শরীরে বেঁধে মাদক পাচার হচ্ছে। অনেক সময় আটকের পর মাদক পাচারকারীদের নিত্যনতুন ও ঝুঁকিপূর্ণ কৌশল দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অবাক হন।

            মাদক পাচারের নানা কৌশলের মধ্যে সহজ একটি কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ৮০ কেজি গাঁজা পাচারকালে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে পুলিশের অভিযানে আটক হয়েছেন এক মাদক ব্যবসায়ি। আটক মাদক ব্যবসায়ির নাম মো. ইবাহিম। সে কুমিল্লা দক্ষিণ থানার মিন্নতনগর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।

            গত রোববার আটক মাদক ব্যবসায়িকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি, বিপুল পরিমান গাঁজাভর্তি ঢাকা মেট্টো-গ-১৪-৯৪৫০ নম্বরের একটি প্রাইভেটকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছে। এমন গোপন খবরের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ওই নম্বরের প্রাইভেট কারটিকে সেনানিবাস এলাকায় থামার জন্য সংকেত দিলে গাড়িটি গতিবেগ বাড়িয়ে। তখন এটিকে আমার নেতৃত্বে এসআই শরীফ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স ধাওয়া দিয়ে ক্যান্টনমেন্ট ফুট ওভারব্রিজ এলাকায় আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে ডিকির ভেতরে স্কসটেপ মোড়ানো অনেকগুলো প্যাকেট পাওয়া যায়। এ সময় চালকের আসনে থাকা মো. ইব্রাহিমকে আটক করে জিজ্ঞাসা করলে সে জানায়, এগুলো গাঁজার প্যাকেট। কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ৮০ কেজি গাঁজার প্যাকেট গাড়ি ভর্তি করে ঢাকায় পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল।

            এরপর গাঁজাসহ প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয় এবং রোববার এ সংক্রান্ত মাদক আইনে মামলার পর আসামি ইব্রাহিমকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়।

Share This