লালমাইয়ে অপহৃতের ২৪ ঘন্টার মধ্যে শিশু ছাত্রীকে উদ্ধারঃ অপহরনকারী শাকিল আটক


নিজস্ব প্রতিনিধি\ লালমাইয়ে অপহৃতের ২৪ ঘন্টার মধ্যে শিশু ছাত্রীকে বান্দরবান জেলার সদর উপজেলা বাস স্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ। এসময় অপহরণের ঘটনায় মূল অভিযুক্ত ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুরের শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত শিশু মাদরাসায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত বুধবার বিকেলে শিশুটি কোচিং ক্লাস শেষে বাসায় ফিরছিল।
ওই সময় শাকিল তাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে কুমিল্লা-বাঙ্গড্ডা সড়ক থেকে অপহরণ করে নিয়ে যান। শুক্রবার সকালে ভিকটিমের বাবা বাদী হয়ে লালমাই থানায় মামলা দায়ের করলে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক জামিল মিঞা বলেন, ‘ওসি স্যারের নির্দেশে বান্দরবান থেকে অপহৃত শিশুকে প্রযুক্তির সহায়তায় অপহরণের ৩ দিনের মধ্যে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছি। অপহরণকারী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দী দিয়েছেন। ভিকটিম শিশুটিও ২২ ধারায় জবানবন্দী দিয়েছে। বিচারক অপহৃত শিশুকে মেডিক্যাল চেকআপ করতে নির্দেশ দিয়েছেন।’ শিশুটির বাবা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেছিল শাকিল। অথচ সে আগেও ২ বিয়ে করেছে। প্রথম স্ত্রীর ঘরে ২ বছরের একজন ছেলেও রয়েছে। আমি অপহরণকারী শাকিলের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।’
লালমাই থানার ওসি হানিফ সরকার বলেন, ‘অপহরণের অভিযোগ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত শিশুকে উদ্ধার করতে পেরেছি এবং অপহরণকারীকেও গ্রেপ্তার করে আদালতে হাজির করেছি।’