বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, ঢাবিতে বিক্ষোভের আহ্বান

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা, ঢাবিতে বিক্ষোভের আহ্বান
২৬৯ Views

আগরতলার ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আজ রাত ৯টায় বিক্ষোভের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টায় ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, “ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সময়: রাত ৯টা, স্থান: রাজু ভাস্কর্য।”

এর আগে দুপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তা ছিঁড়ে ফেলে এবং পরে আগুন ধরিয়ে দেয়।

জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠন বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে একটি সভা করে। সভা শেষে সংগঠনের ছয়জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দিতে হাইকমিশন কার্যালয়ে প্রবেশ করে। এ সময় বাইরে থাকা কিছু যুবক হঠাৎ করে হাইকমিশনের ভেতরে ঢুকে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং পরে সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে হিন্দু সংঘর্ষ সমিতির কার্যকরী সদস্য বি.কে. রায় জানান, “ডেপুটেশন দেওয়ার সময় বাইরে কী ঘটেছে তা আমরা জানি না। ডেপুটেশন দিয়ে ফেরার পরও অফিসের ভেতরে কাউকে দেখতে পাইনি।”

Share This